আজ তোমায় আঁকতে গিয়ে ,
রামধনু থেকে রং নিয়ে -
সিন্ধুর জলে ঈশিকা ডোবাই আমি l
গালে আনবো লালের আভা ,
অধরে ধরবে একই প্রভা -
অরুনের রঙে হবে সে রঙ দামি l


ওই, কালো চুল আঁকতে গেলে
আঁধারে তুলি নেব গুলে-
কম পড়লে অমানিষা ওই আছে !
মুখে মুগ্ধ হাসি ঝরে,
চিত্রে রাখতে চির ধরে -
হাজার হাসিকে এনেছি ডেকে কাছে l


তোমার বদনে গোলাপী বর্ণ ,
হবে টগর গোলাপে পূর্ণ -
আঁকা তনু তবে আসল তনুই লাগবে !
রঙে রঙিন পোশাকে সাজাতে ,
হবে তিতলীর পাখা কোড়াতে -
কাল এই চিত্র সবার চেতনায় জাগবে l


মুখে মায়াবী উদাসী ভাষা ,
জাগাতে জাগলো আশা -
মেঘলা দিনের মলিন আলো নেবো !
ওই টানা ভ্রূর বাঁক ,
মন বলে- ধীরে আঁক
বাঁকা চাঁদের চাঁদায় ও মাপ দেবো l


নাকে নাকচাবির ওই জ্যোতি,
মানবেনা দিলে হীরে মোতি -
চির চক্চকে তারার চমকে জাগবে !
হাতে কাঁচের চুড়ির ঝিকমিক ,
আমি আঁকবো যত্নে ঠিক-
জোনাক আর জোছনা কাজে লাগবে l  


ছবিতে, ফোটাতে চোখ ডাগর,
যেনো গভীর নীল সাগর -
এ রঙ অশ্রু আর স্বপ্ন মিলেই হবে !
যদি সবুজ কম হয় ,
তবু নেইতো কোনো ভয় -
সবুজ বনানী সোহাগে তরল হবে l


সারা জগৎ ভরা রঙ
আমি আঁকবো নাতো সঙ  -
থাকবে সৃষ্টির প্রতি অক্ষয় স্নেহ প্রীতি !
আমি আকশের গায়ে আঁকব ,
জমিতে দাঁড়িয়ে দেখবো -
কোনো দুর্যোগ বিপর্যয়ে হবেনা এর ক্ষতি l


এ-ছবি তোমারি ছবি ,
আমি শিল্পী আর কবি -
তাই প্রকৃতি থেকে প্রকৃত রঙ চাই !
কাল তোমাকে ভুলবে লোকে
তুমি ভাববে ব্যথার শোকে -
শুধু চিত্রে পাবে চিরকালীন ঠাঁই l