দুর্যোগ প্রকৃতিকে, কতো প্রাণকে
অকালে-  মেরেছে বারবার !
তাই ভয় হয়, প্রতি বছরের শেষে-
কাল বৈশাখী আসবে আবার l


কতো কিছু ভাঙ্গবে, করবে তছনছ -
কারো চালা ঘর পড়বে !
সুবিধাবাদী কিছু মানুষ ভাবে
ভাবনারা ওড়ে, আরও উড়বে l


ঘর পোড়া গরু ভয় পায়-
যদি, তো পাক না !
কারো সর্বনাশ কারো পৌষ মাস
হলে , তাই হোক না l


কারো কালো টাকা পয়সা -
গোপনে গোকুলে বাড়বে !
কারো কতো কষ্টের দুটো ভাত
প্রকৃতির রোষ কাড়বে l


কাল বৈশাখী তুমি কি ভেবেছো
কাদের ওড়াবে কাল ?
যারা আধমরা পুরো মরে
হয়ে যাবে নাজেহাল !


ওগো কালের হাসি, করাল সর্বগ্রাসী-
কিছু কি ভেবেছো মনে ?
এতো তান্ডব এতো ধ্বংস লীলা
এর কি আছে মানে !


তুমি শয়তান দের শেষ করবে
যতো আছে দুর্জন ?
যদিও ঠগ বাছতে হবে গাঁ উজার
তবুও কিছু তো আছে সুজন l


সব পাপিষ্ঠ দের সাবাড় করবে
কি ভাবে জানবে নাম ?
সমাজে, সবাই সাজানো সৎ-সজ্জন
রাবনও সেজেছে রাম l