পথ পরিবর্তন


জানি এই বাঁধন ছিড়লে বন্ধু
মনের মরুতে হারাবে, বিশ্বাসের শেষ বিন্দু l
তুমি সামনে নাহোক, পিছনে করবে সমালোচনা ,
পথে মুখোমুখি দেখেও সাজবে দিনকানা !
  
আজকের এতো ভালবাসা, লাগবেনা আর- ভালো ,
সম্পর্কের সাদা জমি হবেই কয়লা কালো l
কেউ মন্দ না, জানে মন, মনে-প্রাণে !
তবু দৃষ্টি বদলাবে বদলের গানে l


চাঁদ, সূর্যের সখ্যতায়- যাবে গ্রহণ লেগে !
একটা মোহের মৃত্যু হবে, পোড়া মনতো থাকবে জেগে l




মুক্তির ডাক


শেষ হবেই তুমি, আজ নাহলে কাল !
না হলে পরে.......  কখনো l
শেষ হবেই, তাই জীবন জাগছে এখনো !
উদ্ভ্রান্ত উল্কা আগুনের হল্কা ....
কোথায় ! কোন মহাকাশে ঘর ও ঘরণী ?
ফেরার তাড়া তাড়িয়ে বেড়ায় সতত !
তাই জ্বলন্ত ক্ষত ! কে দেখালো সরণী ?
আর হয়তো হবেনা বন্ধু দেখা
কতোকাল সময়ের মহাকাশে ....মহাকাশে .......
ঘুরবে গোলক ধাঁধায় ? একা, একদম একা !


আমায় নিও সঙ্গে, আমি একটু পরেই উড়বো !
শেষের সময় চলছে ,
আজ নাহলে কাল আমিও মরবো ....