একটা একান্ত নির্জন স্থান চাই
একটু কাঁদব বলে !
বুকের মধ্যে পাথর জমেছে অনেক
গলাতেই হবে জলে l


হৃদয়ে পড়ছে হাতুড়ি বারংবার
হয়ত এখনই ভেঙে পড়বে !
সবকিছু সয়ে শরীর এখনো সুস্থ
শুধু- প্রাণশক্তি যন্ত্রনায় পুড়বে l


আমার ক্ষমতা-অক্ষমতার পাল্লা
বার বার যায় ঝুলে !
খুদদার তাই বোঝাই বুকে রাখি
পারব না যেতে ফেলে l


এই আবেগ জড়ানো গভীর অনুভূতি -
একদিন, জীবন জোয়ারে ডুববে !
ভাবনা রেখে, ভাবুক যদি পালায়-
নিন্দুকেরা মন্দ কথাই বলবে l


ইচ্ছা রাখি, প্রাণ-প্রকৃতি সুন্দর হবে-
তাই অসুস্থ আজও স্বপ্ন দেখে !
মনের লহুতে হয়তো হবে মসি
কেউ তাই এখনো কবিতা লেখে l