শীতের বুড়ো দুষ্টু ছিল
ফাঁকি মারা স্বভাব !
বাগান ভরা শাক সবজি
ছিলনা কোনো অভাব l


সারা বছর থাকত দুরে
ঘুরে বেড়ানোর সখ !
দাড়িগুলো সব রং হারিয়ে
হয়ে গেছে সাদা বক l


তুষারে তৈরী প্রাসাদ তার
শিশির কুয়াশায় ঘেরা !
ঠান্ডা বুড়ো থাকত খালি
রঙিন জামায় মোড়া l


ফোকলা দাঁতে হাসতো যখন
রোদের মতো লাগত !
রাতের বেলা বুড়ো চুপচাপ
সবাই শীতে কাঁপত l



রচনা কাল :-  ২০১০ জানুয়ারী