ভাবনার সীমাহীন পাখনা মেলে
পাখীর মতো উড়ে দেখেছি একবার !
উদাসী উর্বীর উষ্ণ বিরহ ব্যথা
বহু বন্ধনে দেখেছে বার বার l


পতত্রীরা পাখনা মেলার আগে
ধরণীকে দিয়েছিল কথা !
যতই উড়ি আকাশে ভ্রমন করি
আলয়ের আহ্বানে আসবই যথা l


ক্ষৌনির বুকে মৌনী হয়ে আছে
আমার আশার নীড় !
আমি আসলেই ভাষা আসবে
যারা মননে করেছে ভীড় l


আবেগী আগার আনায় বানায়
এভাবে জীবন জড়ায় !
হাজার পাওনা পরম প্রেরণা
এ মনকে সে ধনে ভরায় l


তবু পিঞ্জর গৃহে প্রচুর গৃহী আছে
যারা ওড়ার আগেই উড়তে চায় !
যদি জানত তাহলে সত্যি মানত
উড়োমন থাকে কত উতলা-অসহায় l


এই বিশ্ব রঙ্গে বিহঙ্গ অঙ্গ
এই ভাবেতেই গড়া !
শুধু মানস চোখে মরমী বুকে
এই ভাবকে করবে তাড়া l