গাছ তলাতে বেদি তোমার জল জোটে কদাচিত !
শ্বেত পাথরের দেবালয়ে ফল ফুলে গায় গীত l
হায়রে ! সব স্থানেতেই তোমার মূর্তি !
তবু বৈভবেতেই যত ফুর্তি .......


ঐশ্বর্য্যের অহমিকা তোমায় যদি ঢাকে ,
এক মনেতে এত বিভেদ দ্বি-মত কোথায় থাকে !
প্রেমের মাদল বাজিয়ে যারা গাইছে তোমার নাম l
অন্ধ হয়ে বক্র হেসে বন্ধ করনা কান l


অন্ধ জনের অশ্রু ঝরে হীরের মতো লাগে !
দুর্মূল্যের দুর্দিনেতে যেন রত্নরাজি জাগে l
যার হৃদয় মাঝে ঘন্টা বাজে, সেইতো হলো ধন্য l
নির্ধন আর ধনী হলেও- ভক্তিতে হয় ভিন্ন l


দেবতা তোমার দিব্য রূপে দ্ব্যর্থের হাসি ওঠে !
মানব মন মলিন হলে, তোমার বুকেই ফোটে l
বিজ্ঞাপনের বিক্রি নিয়ে থাকনা সবাই মেতে l
তোমার ভোগ প্রকৃত ফলে মনের মঞ্জু ক্ষেতে l


মায়ের আমার রূপ কেমন, কি আসে যায় তাতে ?
স্নেহ করুণার আর্তি যার, হোক প্রসাদ তারই হাতে l





রচনা কাল :-  ২০১১ ডিসেম্বর