আজ আমার সাথে সেই আমার
হটাত্ হলো দেখা !
ছেলেবেলার আমি ছোটই ছিলাম
এই আমিতে বলি রেখা l


অনেক কথা, অনেক অবুঝ ব্যথা -
বলা হলো দুই আমিতে !
সুখের এখন, সেই দুঃখের তখন
সংঘাত সুখ স্মৃতিতে l


বৈভব ছাড়া শৈশব ছিল সোজা
ছিল অসীম আশাতে ভরা !
এখানে এখন সুকালের ক্ষন
এই আমি অহমিকায় গড়া l


সেই আমাকে আমি তুমি বলি
সময় শরীরে শত বাধা !
নিজেই নিজেকে ভাগ করি দ্বিজে
আমি আজ দামী দাদা l


ছোট্ট স্বপন করছ ধারণ তুমি  
ওই সবুজ মনের মাঝে !
পিছন থেকে পুরানো সুরে ডেকোনা
সকাল দুপুর সাঁঝে l


জটিলতার মাঝে, কতো কাজের চাপে
বিরাট ব্যস্ত আমি !
অর্থ দিয়ে ব্যর্থ বিরাম কিনি
সত্যি সময় দামী l


সেই ইচ্ছা গুলো কষ্ট ছিল তখন-
হৃদয়ের ছিল দাবি !
আলাদীনের প্রদীপ যখন পেলাম
দেখি দরকার নেই চাবি l


তবু যাবার আগে রাগে-অনুরাগে-
একবার বল শুনি !
তোমার ব্যথার অনেক ক্ষত এ-বুকে
এসো একসাথে গুনি l


যেই আশা গুলো হারিয়েই গেল
আজকে তাদের খুঁজবো !
আমরা দুজনে কোনো নির্জন বনে
এরপর, একহয়ে চোখ বুজব l