ভাবি, নীরবতাই শ্রেষ্ঠ
বললেই বাড়ে কষ্ট -
তাই, কথা থাক আজ বাকি !
পানের থেকে চুন খসা
মনের চাপে মন পেষা
তাই, শুধু চুপচাপ চেয়ে থাকি l


সন্দেহ বড় শক্ত
ঝরায় গোপনে-গভীরে রক্ত
বুকের জমিতে বিভেদের বেড়া বাঁধে !
কেউ নয় বেশি কম
সব সমতায় অক্ষম
কপট ছলনায় কুমির কান্না কাঁদে l


সবাই নিজের কক্ষে
মন মরে কার পক্ষে
ওরে, এক হাতে বাজে কী তালি ?
কথা দিয়ে কথা কাটা
মধু থাকে আজ ঢাকা
ওরা, সম্পদ ভেবে ভরছে বিষের থলি l


একের চিন্তা এক থাকেনা
ভাবনার ভাগ কেউ করেনা
তবু যন্ত্রণা নিয়ে, কষ্টেই সাথে চলা !
দেখি বুক ফাটে বেদনায়
তবু পরিবেশ হাসি চায়
তাই সয়ে চলি, গোপন দহন-জ্বালা l