এই জগতে যতো জাত আছে
বাঙালি তাদের শ্রেষ্ঠ !
আদি লগ্নেই জেনে গিয়েছিল
তাই আজকে দিকভ্রষ্ট l


যতো বুদ্ধির বল কৌশলী ছল
বাঙালি ছিলোযে প্রথম !
বিজ্ঞান, সাহিত্য কলা রাজনীতি খেলা
বাঙালি গুরু পরম l


ক্ষইতে ক্ষইতে কোথায় এসেছে
আজকে বাঙালি জাতি !
বইতে বইতে বয়েই গেছে
মাতৃ ভাষার প্রীতি l


ধুতি ফতুয়ারা আজ ইতিহাস
এসেছে নতুন দৃষ্টি !
খাবার সংস্কার পাল্টেই গেছে
এসেছে আলাদা কৃষ্টি l


আছে বারো মাসে তেরো পার্বন
যেমন ছিলো আগে !
আজ বাঙালি বললে ব্যঙ্গ ভাবে
আঁতে আঘাত লাগে l


বাঙালির মাঝে শত প্রতিভা
ছিলো, এখনো আছে !
মাতৃ ভাষার মহান মহিমা আজ
ঘোমটা টেনে বাঁচে l


আগে বাঙালি ভাবলে বিশ্ব ভাবতো
এটা অনেকেই জানে !
আজ সবাই বোঝে বাঙালি অবুঝ
অলস, সবাই জানে l


এখন বদলে যাওয়া খুব জরুরি
বদলে যাচ্ছে দেশ !
আমূল বদলে বদল হলে ভাই
নিজের নিজস্বতাই শেষ l



রচনা কাল :-   ২০১১ মে