ও হীনমনা আর আনমনা ভীরু নারী
তোমরা নয় খেলার পুতুল !
পরমের প্রীতি দানে পাওয়া জীবন
এ নয় কোনো ভাবে ভুল l


শুধু শত দেওয়া কিছু না পাওয়া-
জেনো, এ কোনো ব্রতই নয় !
নিষেধের মানা নিজেকে না জানা
হবে না এভাবে জয় l


পুরুষ ও নারী, গড়েছে বঙ্কু বিহারী-
তবেই প্রকৃতি পূর্ণ !
তোমরা অবলা আর দুর্বল থেকে
করছো নিজেকে চূর্ণ l


শুধু বাহুবল নয়গো সফল
থাকে মননেই মহা শক্তি !
চাই আত্ম-শুদ্ধি আর তীক্ষ্ন বুদ্ধি
তবেই তাকাবে ভক্তি l


সাজো স্বপ্নে ঘরণী, সুখী সোহাগী রানী-
এই কী আসল লক্ষ ?
জগতের মাঝে, কতো সুর বাজে-
কেনো কাঁদেনা ব্যর্থ বক্ষ ?


তুমিও মানবী, আছে অনেক দাবি -
আছে স্বপ্ন দেখার শক্তি !
দেখো বন্ধন খুলে, লোকলাজ ভুলে-
ভাসে উর্মি হাসিতে মুক্তি l


জীবনের মাঝে, যত জটিলতা আছে-
করো জীবনী জ্যোতিতে দূর l
অন্ধকার মাঝে, অনির্বান আলো সেজে-
বাজাও জয়ের সুর l


জগৎ জননী কখনো হয়না ঋণী
কাটে তাঁর অভয়েই ভয় l
সেই মাও নারী, তবু অসুর সংহারী-
করে দুঃখীর দুঃখ ক্ষয়  l


শারীরিক বাধা শুধু মানসিক ধাঁধা
এ কোনো বাধাই নয় l
প্রকৃতিও মেয়ে, দেখো দিব্য নজরে চেয়ে -
করে স্বদম্ভে দুর্যোগ জয় l


পিতা স্বামীর আগার নয় কারাগার
কেনো ভাবছো নিজেকে পাখি !
শত সাধনার ঘর কেউ নয় পর
তাই নিওনা দিওনা ফাঁকি l


গাও সেই গান অতি সুমহান
সনাতন স্বাধীন সুরে l
ধরো হাত হাতে চলো পথে সাথে
বলো- নারীরা লড়াই পারে  l