যা খুশি তাই চাইতে পারো
শুধু মন চেওনা তুমি !
আকাশ চাইলে দিতেই পারি
নাও- জল স্থল মরুভূমি l


দিতেই পারি বুধ গ্রহটা
লাগলে নিও চাঁদ !
কালো মেঘ ভরা শ্রাবন নিও
বললেই হলো কাঁদ l


সাহারার বুকে সমাধি বানাও
বানাও সাগরে জলমহল !
আমার কেনা নয়রে পাগল
তাই চেওনা তাজমহল l


যে গুলো পারবো সহজেই দিতে
চেয়ে নিও ধ্রুবতারা !
ওই অন্ধ বাউল গান শোনালে
চেওনা ওর একতারা l


যদি আলো ছাড়া সূর্য্যটা দিই  
সত্যি কী ভালো লাগবে ?
নাকি চমক ছাড়া চাঁদটা দেবো
তুমি কার সাথে রাত জাগবে ?


তাই যেগুলো দেবো সাবধানে রেখো
করোনা অন্ধ দাবি !
সবকিছু আমি এমনিতে দেবো
দেবোনা মনের চাবি l


এতো কিছু পেয়ে মন ভরলো না
তাই কী চাইছ হৃদয় ?
যার যেটা নেই সে সেটা চায়
হবে কী বোধের উদয় ?