জারজ স্বপ্ন গুলোর কেনো যে উপরতি হয় না !
কাঁদায় আর কাঁদে সতত  ..........
প্রেম এসেছিল স্বপ্ন হয়ে, হেসেছিল-
বনি, আমি বর্নাজীব উদভ্রান্ত l


নই ভট্টারক খুঁজে ফিরি জীবনের উন্মোচিকা-
মায়াবী মনের প্রচরে ....প্রচরে.......
তাই আজও অস্থির অধ্বগ l
স্বপ্ন এসেছিল স্বপ্ন হয়ে প্রানের প্রসূনে
কিজ্ঞল্ক মাখা যেনো মঞ্জু  উত্প্রাস !!
গভীর চোখের পৃচ্ছা আদরে বলে .......সাজাও যত্নে !
দেখি পলকে তন্ডুক অন্য বুকের অলঙ্কার হয়ে-
অহঙ্কারে, অট্টহাসিতে ভাসে !
বৈষম্য বোধের জীবন !!
জিতলে আলোকাপুরের মেঘবাহন, নাহলে নরাধম l


তবে কেনো সেই স্বপ্ন ফিরে ফিরে আসে অশ্রু হয়ে
সাথে অবৈধ্য কৈতব  ?
যারা ভালবাসার বাউরা .......
আমি না পারি ছাড়তে না পারি মৃতজীবি ইচ্ছা কে বুকে জড়াতে l


তুমি কী হাসছ শুনে .....?
ধন্য তুমি হয়তো মহা ভাগ্যবতী !
সুন্দরী কুলঙ্কষা আর তোমার আত্মজ
খোঁজে পরিচয় !
আমি কৃপালু না হলে অন্য ঠিকানায় যাবে ...........