কেউ নিয়েছিলো মন
ছিল সেদিন সুক্ষণ
আজ চলে গিয়ে দিলো ফিরিয়ে !
আমি ভরিনি ঝোলায়
ফেলিনি ময়লা ধুলোয়
শুধু সয়েছি নীরবে দাঁড়িয়ে l


হলাম আজ দত্তাপহারী
নকল দর্পে মন ভরি
ভরি বাতাসে শূন্য হৃদয়াধার !
খেয়ালে প্রসূন ছিঁড়ে
দিলে তা আবার ফিরে
বাগিচা মানবে অক্ষমতায় হার !


অদ্ভুত এই মন
মানেনা নিজেকে আপনজন  
থাকে পরের প্রাণেই সে শান্ত !
শুধু ফেরার সময়
হতাশায় মুখ নামায়
ভাবে- ভালো 'বাসা'র হলো অন্ত l


স্ব স্থানে নয় সুস্থ
গিয়েও বেচারা ব্যাস্ত
এলেও অকারণে আনবে যন্ত্রণা !
ভাঙ্গলে ভাঙ্গবে দুঃখে
ঘর বদলেই থাকে সুখে
মন্দ স্বভাব কী দেবো মন্ত্রণা !


থাক সে হওয়ায় ভেসে
ত্রি শঙ্কুর মতো ফেঁসে
স্বর্গ নরক আশার আধারে থাক !
হোক আস্ত বা ফাটা
চাই তফাতে তাকিয়ে হাঁটা
মন দেয়া-নেয়ার খেলা চুলোয় যাক l



রচনা কাল:-  ২০০৭ জুন