আজকের দিনে সমাজ জীবন
অহংবোধের অহংকারে পূর্ণ !
মিলনের মেলা তাইতো স্থবির
ভেঙ্গে-চুরে হয় চূর্ণ l


আণবিক প্রেম পারমাণবিক ক্ষেম
হয় অনুঘটকের অবাক !
স্বার্থ সিদ্ধির গোপন মতে  
সবাই শক্ত সবাক l


দেওয়া নেওয়াতেই জীবন বাঁধা
এইতো আসল মন্ত্র !
জেনেও সবাই করছে জবাই
জীবন যেনো যন্ত্র l


দৃষ্টি ভঙ্গি বিচিত্র বিবেক
শুধু নিজেকেই দেখা !
তুমি আমিতে আমরা হলেও
তাতেও বিভেদ রেখা l


মতা-মতের মস্ত পথে
না চলে একলা চলা !
হাজার ঘুরে হাজার সুরে
নিজের কথাই বলা l


(মন) আছে জানি সবার মাঝে
চিন্তা ভাবনা ভিন্ন !
সবার সুরে সুর না মিললে
ঐক্যতা হয় ছিন্ন l


ছোট্ট ঘরে নিজেকে ভুলিয়ে
শামুকের মতো থাকা !
তাই, শত সাধনার বড় পরিবার
ধীরে ধীরে হলো ফাঁকা l