অব্যর্থ নিশানায় কুচনী চাঁদটাকে
পাশের বাড়ির আলোটার মতো
(তুমি) চন্দ্রাবলী ভালোবাসো তাই -
         না হলে কাহিনী অন্য হত  l


চরাচর ঘুমায়, সাথে তুমিও অঘোরে -
শুধু জেগে থাকে নিশাচর l
রাতের অনঙ্গ বলে মায়াবী আদরে
-কে তুমি তন্দ্রাহর !
কতো কথা বলার ছিল কল্পকের
   তবু ভাঙ্গেনি মৌন ব্রত l
(তুমি) স্বপ্ন ভালোবাসো তাই
         নাহলে কাহিনী অন্য হত l


কতোকাল তারাগুলো নিষ্ফল ভাবে
বাড়াবে আঁধারের অযথা শোভা l
আরো আলো, আরও আলো চাই -
কাঁদে কৃষ্ণপক্ষের প্রভা l
সব ছিঁড়ে ছড়াতেই পারি বিশ্বে
  জ্বলে যাক জোনাকির মত l
(তুমি) নক্ষত্র-মালার মুগ্ধ দর্শক তাই
           নাহলে কাহিনী অন্য হত l


বুকের গভীরে হয় রোজ ভূমিকম্প
রাগে-অনুরাগে সর্বত্র ফাটল l
মায়ানাগর মনের মাটিতে মেলায়
শুধু জেগে থাকে তোমার মহল l
জিয়ন কাঠির মন্ত্র তোমারই জানা
তবু হই বারবার হতাহত  l
(তুমি) প্রেমের প্রতিমা তাই -
       নাহলে কাহিনী অন্য হত l


কতো অপরূপ ফুল জগতের মাঝে
রূপের ঐশ্বর্য্যে সব একাকার l
তুমি মন বাগিচার মোহিনী মল্লিকা
আমি মালি কুৎসিত কদাকার l
হিংসার আগুনে ছারখার করে দি
যত রূপের জ্যান্ত ক্ষত l
দুজনেই সুন্দর ভালবাসি তাই -
         নাহলে কাহিনী অন্য হত l