সে যদি যাও জাহান্নমেই চলে l
কী লাভ হবে, এই লাভ-ক্ষতিতে জ্বলে ?
যদি প্রজা নাহয়ে, সে বিদেশিনী হয় !
রাজা হতে রাজি হয়ে, কাকে দেখাবো জয় ?
প্রয়োজনে, কোনো কারণে যদি না হয় ঋণী l
দানি হয়েও দামী হবো না, হাড়ে হাড়ে জানি l
অন্ধ রাগে ইচ্ছে করে সে সাজলে রাতকানা !
চাঁদ হয়ে কি কাজ ? কাতর চকোর কানা !
মজনু হতে আর্জি ছিলো আগেই l
লায়লা হতে লজ্জা, তাই ইচ্ছা ভুলেছি রাগেই l
হতে কবি, নয়তো তেমন কঠিন কাজ l
যদি জয়দেব হই, কোথায় সে রামি আজ ?
তাই সংসার ভুলে হবো সাধক মনে-প্রাণে l
সে ঊর্বশী ছাড়া, ধ্যান ভাঙ্গবেনা, সেও জানে l