যখন পর্ণ-কুটির কিম্বা মাটির ঘর
করেনি আপন, হেসেই বলেছে- তুই পর !
তখন রাজপ্রাসাদের আশা এলো গোপনে l
বুকের বাতাস মিশলো হাজার স্বপনে l
অসংখ্য অট্টালিকার অহমিকা অহরহ
দিয়েছে দীনকে গভীরে লক্ষ রাহ l
গিরী শিখরের শিরোপা সাজা দেবালয়
ঘন্টার স্তননে বলল- এ তোর-ই আলয় l
প্রশস্ত পথ পটল চোখেতে চেয়ে সাদরে
ডেকেছে গতির গৃহতে শত আদরে l
অতল জলধী স্নেহের প্রনিধী হয়ে
বলে- বুকের স্রোতে বাসা বাঁধ বয়ে গিয়ে l
মহান মহীরুহ দারুণ দহন দেখে
শীতল ছায়ার আগারে দিল যে ঢেকে l
কর্মে কঠোর ভরলো জঠর মন পরিতুষ্ট
চিরদিন বন্ধনহীন অনিকেত তাই সন্তুষ্ট l