(ওই) কালো মেয়েটার কাক নয়নে
উদাস উর্মি মালা l
ওর চরণ চুমতে ঘাসেরা ঘামে
ধুলোতে অনল জ্বালা l


হটাত হৃদয়ে হরিণ জাগে  
সমীর সোহাগে ভরে l
পতত্রিরা পথ ভুলে যায়
ডানা ঝাপটিয়ে মরে l


ওর কথায় সুরের ঝর্ণা ঝরে-
পায়, সাগর সুনীল ছন্দ l
যদি অপাঙ্গ রঙ্গে ব্যঙ্গ করে-
হয়, কলির কলাপ বন্ধ l


খোলা কালোচুল এলোমেলো হলে
মধুমাসে আসে ভাবনা l
শ্রাবনের স্রোতে হবেই যেতে
যৌবন জ্যোতি থাকে না l


ও সামনে এলেই জীবন হাসে
যায়, অকাল সুকালে বদলে l
বুকে তুফান তড়িত্ তান্ডব তোলে
(ওই) অসিতা উদাসী কাঁদলে l