তুমিও জানো আমিও জানি
সত্যি সূর্য জ্বলছে l
ভেবেছো কী কখনো রোদে ডুবে
রোদের কিছু বলছে ?


রাঙ্গা চড়া হালকা সোনা
কতো রূপেই রোদ l
রোদের কতো কথা বলে
শুধু আমরাই নির্বোধ l


গলছে বরফ গলেই যাবে
শীতলতা গেছে হারিয়ে l
অভিমান কেনো আগুন হলো
কে ভাববে দুপা দাঁড়িয়ে ?


ছুটছে সময় ছুটছে জীবন
ছুটে ছুটেই শেষ !
কি পেয়েছি কি বা দেবো
ভাবলেই তন্দ্রাহীন অনিমেষ !


চিন্তা ছিলো, কতো চিন্তা আছে
জানি থাকবেও চিরকাল l
কার বোঝা, কেনো বা ওঠাবে
যতো আজগুবি হালচাল !


জানার ছিল তবুও জানো না  
অনেক পড়েছো বই-পত্র !
কে বা আমি কে গো তুমি
কোথায় শরীরে নাম-গোত্র ?


আগুন ছিলাম তাই জ্বলেছি
বরফ হৃদয় গলেছো l
আত্মার আমি শরীরের আমি
ভালবাসি কাকে বলেছো ?