ওরে- আমি সুমহান, কর জয়গান
      তবেই তরীতে চড়বি l
দুর্যোগ সরে, তোরা থাকবি আদরে
   আমার আশীষ ছাড়াই মরবি l


আয় পূজ্য চরণ, কর মর্দন
   পাকা-চুল তুলে দে l
বিপদে আপদে, রাখবো এ-পদে
     আমি ছাড়া আছে কে ?


একলা দাঁড়াতে কষ্ট, জানিস স্পষ্ট
      লাঠি জুতো হয়ে যা l
আমি কল্পতরু, শুধু তোদের গুরু
      চোখ বুজে চেয়ে যা l


আমার কর্ম, জেনে রাখ ধর্ম
    প্রয়োজনে দিস প্রাণ l
তুই পাবিই স্বর্গ, তোর পরিবার অর্ঘ্য
     হবে সহিদ হয়েও নাম l


আমার অমৃত বাক্য, হীরা মানিক্য
     চিরকাল চল মেনে l
ভোগের বহর, দেখে দিস না নজর
     রাখ প্রসাদের আশ মনে l


ওরে- তোদের ছাড়া, আমি বৈশাখী হারা
    নয়রে একলা সম্পূর্ণ l
আর- আমি নাহলে, তোরা ডুববি জলে
      হবি হতাশায় পরিপূর্ণ l