ভীষণ জীবন্ত পশু আর পাশবিক বোধের মানুষ
সভ্য বিবেকের উইপোকারা ইতিহাসের
পুষ্টিকর পাতা খেতে খেতে আজ আদিম যুগে .........
এবার নিজেরা নিজেদের খাবে l
দণ্ডনীতি কোথায় মনরাজ্যের গুনার্ণব !
আমরা তো ঝোলা ঝেড়ে-
বিড়ালের পিঠে ভাগ আগেই করেছি
এবার খাওয়া-খায়ির পালা .........


প্রলয় আসুক বিশ্বের সব সম্পর্কে l
উড়ে.. পুড়ে.. ঝরে... মরে যাক স্বার্থ
শুধু থাক সুস্থ বাঁধনের শুদ্ধ চেতনা l


অশ্রুর প্রতিটা ফোঁটায় আঁকা থাকে
কষ্টের কাহিনী ...
ভাবো বৃষ্টি হচ্ছে, তুমি কতোটা লিখবে কবি ?
প্রতিটি বুকের খোপে লেখা আছে শত
শত মহাকাব্য কতো যুগ ধরে ........
সে সমব্যথী কই ? যে শোনাবে অনুরাগে হৃদয় ছুঁয়ে .....
ক্ষণপ্রভা দেখাতে পারেনা সব সত্যি l


আমি চলে যাব, না দেখা আলেখ্য থাক অন্তরে
মঞ্জু বদন শিঞ্জিনী বাজিও না বিদায়ের কালে
প্রলয় করবে প্রলীন, এসো শেষবার -
মন খোলা হলো না; চোখ খুলে দেখি
যদি আত্মীয় হওয়া যায় আত্মার
শরীর সরিয়ে দয়িতা  ..........