তোমার রূপ বর্ণনায়
যুতসই শব্দ খুঁজতে গিয়ে বিশ্ব তোলপাড়
প্রজাপতি.. ফুল.. আকাশ.. সাগর কেউ
কথা বলেনি
সবাই চিরকাল প্রেমের বৈরী
আদিকাল থেকে ...


ওই সৌন্দর্য্য ব্যাখ্যার রস জীবন্ত করতে
কলমের কালিতে মিশিয়েছি অনিদ্রার রঙ
মনের মাধুরী, কল্পনার আল্পনা ...
পাঠক পড়েই মুগ্ধ, কবিও  ...


আজ স্বপ্নের অকাল প্রয়াণে, প্রণয়ের
ছবিতে কান্নার মালা !
কয়েকশো কবিতার ছাই সারা ঘরে উড়ছে ...
ছাই...
জানি; ছাই হয়ে যাবে একদিন পৃথিবী... স্বপ্ন... সত্ত্বা...


মনের ভাব চিরসবুজ তাই অবুজ !
সে নব যৌবনা কুমারীর মত
নিজেই শৃঙ্গার করে আর আয়না কে
লজ্জা পায় .....
কবি-পাঠকের গোপন বোঝাপড়ায় -
মৃত্যু হলো প্রেমের আবেগ মাখা কাব্যের
কেউ জানবেনা কোনদিন... কেন ...!
আসলে পাঠক-ই কবি ছিল
আর কাব্য ছিল শুদ্ধ প্রেম l
শুধু পরিচয় হলো না সমাজে ...