কবির হৃদয়ে কতো বিদ্রোহ
কলমে আগুন জ্বলছে !
ওদের গরুটা ফুলগাছ খেলো  
কে আর কাকে বলছে !


যতো গর্জন শব্দের সাথে
এমনিতে ভিজে বিড়াল l
হয়, জলের কলে রোজ ঝগড়া
কবি সমূখ সমরে আড়াল l


আজ বসন্ত এসেছে বাউল হয়ে
কতো কি প্রলাপ লিখছে !
আমি একা ঘর ঈশারা করছি
শুধু দেয়াল কপাট শুনছে !!


ছিল পরিনয় আগে প্রেমের জোয়ার
দেখি সিঁদুরে আদর কমেছে l
মনের বখরা সতীন কাব্য কাড়ছে
ধিঙ্গী কবিতারা পিছু ধরেছে l


সমাজ সাজাতে শত চিন্তা-ভাবনা
ভরছে খাতার বুকে l
হাত-ছাড়া হলো ভাগের জমিটা
কিছুই বলেনি মুখে l


না বলা কথা কি ভাবে শোনে
দেখে ফেলে মরামন !
সামনে দাঁড়িয়ে শত বার ডাকি  
কোথা থাকে পোড়া মন ?


কালোর সোহাগে হীরের জ্যোতি
অসিত উদাসী ধন্য !
আমায় বলে, "পাউডার মাখো
লাগছো আফ্রিকার বন্য !"


পৃথিবীর যতো কবিরা আছে
দুই মুখে কথা বলে l
কাব্যের কবি তার ঘরোয়া ছবি
থাকে ভিন্ন ভাবের ছলে l


প্রেমের লেখায় তেলকল শেষ
মুগ্ধ অন্ধ প্রেমরাজ !
এই কী আমার স্বপ্নের স্বামী
কপট কবি চালবাজ ?