শুধু হবে হবেই শুনে যাচ্ছি  
হচ্ছে না তো কিছু !
কবে হবে কী ভাবে হবে
এ-কী আম জাম লিচু ?


মানবিকতা আজ হারালো কোথায়
ডুবলো কোন সাগরে !
কে দেবে খোঁজ ঠিক ঠিকানার
শিখিয়ে পড়িয়ে আদরে !


কোথায় গেলে পাওয়া যাবে
প্রকৃত শুদ্ধ সমতা l
সব চালবাজ চীৎকার করে
দেখো চাইছে ক্ষমতা l


মুখের খাবার ছিনিয়ে নিয়ে
সবাই ভাবছে খাবো !
দরদী হৃদের আলাপী আলো
কোন দিশাতে পাবো ?


সাজানো সমাজ সবার জন্য
সবার হলো কই !
অন্ধ গুলো উঠছে আলোয়
নিয়ে টাকার মই l


সামান্য শক্তি প্রতিবাদ করে
মশা মাছির মত
শুভকামনায় সুস্থ হবে না
এযে দূরারোগ্য ক্ষত l


অনেক খেয়ে বাড়ছে খিদে
কোথাও সত্যি অনাহার l
একটা কিছু হওয়া দরকার
চাই সঠিক প্রতিকার l