ভালবাসি বলি মিষ্টি হেসে
গলে হয়ে যায় জল l
রূপকে চেনো স্বরূপ ছাড়া
আছে মনের মাঝেই ছল l


কেউ চেনেনা কাউকে সেভাবে
চেনা অচেনায় চলা l
চিত্ত চিনলে সঠিক চেনা
নাহলে বৃথাই বলা l


হৃদয়ের টান খাঁটি অনুভব
নাড়ীর টানেই মত l
ব্যথার আগুনে এমন পুড়লে
ও মনেও হবে ক্ষত l


বহু বন্ধনে সাথীকে জড়িয়ে
এক সাথে চলা পথ l
মনের বাঁধনে মন বাঁধা নেই
অমতে কিসের মত !


এই মুখটা ঠিক আমি নই
হাত-পা গুলোই তাই l
আমার মাঝেই প্রকৃত আমি
তোমার তোমাকে চাই l


স্বপ্নের ঘর বেঘোরে ভাঙ্গে
ভালো বাসাই ছিল বন্ধন l
মনের মহল মন চেনে না
হত মন বাঁধলেই নন্দন l