ভিক্ষার ঝুলিতে দু'টাকা দিয়েছো
করলো কোটির আশীর্বাদ !
বলোতো ভেবে কে বেশি দাতা ?
জিগরের করো জিন্দাবাদ l


অভাবী পৌড় জুতোর দোকান
পরেই পালিশ করাচ্ছো  !
পিতার তুল্য পায়ে হাত দেয়
চৈতন্য বিবেক মাড়াচ্ছো !


স্বার্থ ছাড়াই ভালোবেসে দেখো
জানবে প্রেমের জ্যোতি l
সমাজে সবাই স্বক্ষেত্রে দামী
বিনয়ে হয় না ক্ষতি l


তোমার কাজের ছেলেটা শীর্ণকায়
ফেলতে পারে না দম !
চির-মতলবী মন পাওনা খাতায়
হিসাব লিখছো কম l


হাহাকার করে হৃদয়ের জান
কেঁদে ভাসো বেদনায় l
তোমার কারণে কাঁদলো যারা
কে নেবে তাদের দায় ?


অন্ধ মোহতে মগ্ন বোধেরা
হও বুদ্ধি নিয়েও নির্বোধ l
জ্ঞানচোখ খুলে চায় একবার
হবে মনে-মনেই বিরোধ l


নৈতীকতার স্নিগ্ধ মূল্যবোধেরা
আজ ক্ষইছে প্রতি ক্ষণে l
মেকি আধুনিকতার ফাঁকি আদর্শ
সরব সবার মনে-প্রাণে l


শিক্ষা দিয়েছে চতুর বিচার
চেতনা চেঁচায় গভীরে !
প্রকৃত শিক্ষা মানুষ বানায়
অমানুষ সাজো আদরে !!