সহজ জীবন জটিল হয়েছে
শুধু মানুষের জন্য !
কপট সাজানো সমাজ ছেড়ে
চল হয়ে যাই বন্য l


আমরা দুজনে পাখি হয়ে যাব
ভেঙ্গে বিভেদের বেড়া l
উদার আকাশ সীমাহীন স্নেহ
মননে করছে তাড়া l


হয়ে মনপাখি দুজনেই উড়ি
ভুলে ভেদাভেদ দ্বন্দ্ব  l
যত জাত ধর্ম অর্থ ক্ষমতায়
হয়ে আছি আজ অন্ধ l


সুখপাখি হয়ে দুঃখের দেশের
দূর করো যত কান্না l
আমি পাশে থেকে প্রেরণা জোগাব
কষ্ট বলবে থাক না l


হবে সূর্য উঠিয়ে কাজের শুরু
গোধুলির দেশে ফেরা l
প্রেমময় প্রাণে স্বপ্নের নীড়ে
হৃদয়ের পাবে সাড়া l


মানুষ গুলোই যত শয়তান
পৃথিবী করেছে ভাগ l
আকাশ পাতাল সমুদ্র ভূমিতে  
এঁকেছে ব্যথার দাগ l


সাধের পোশাক সোনার গহনা
থাক না মাটিতে পড়ে l
ঐ মুক্তির গানে নীলিমার বুকে
চল চলে যাই উড়ে l


ওই সুন্দর মুখ মোহিনী হাসি
দীঘল চোখের মায়া l
অনেক হয়েছে আর নয় প্রিয়া
আমাকে মারছে হায়া l


ওদেশ তোমার এদেশ আমার
স্বাধীন উড়ান বন্ধ l
সীমানা ছাড়িয়ে নিজেকে ছড়াও
পাবে প্রকৃতির ছন্দ l


হবে অল্প জীবনে অনেক গল্প
সীমাহীন সংসার l
হয়ে মনপাখি মোহকে ছাড়াও
বাধা করো সংহার l


হবে সারা বিশ্ব আমাদের ঘর
যেখানে ইচ্ছা ঘুরবো l
হাজার অরণ্যে বাঁধবোই বাসা
যেখানে ইচ্ছা মরবো l