আজ আপন অস্তিত্বের আর্তি অসহ
চতুরেরা চারপাশে চক্ষু শুলে হাসে l
সামনে সতত সনাতন স্রোতে রাহ
পিছনে পিছল পথ; হৃদয় কে ত্রাসে,
উর্দ্ধে ধর্মরা উত্প্রাসে উৎপিঞ্জর !
বিবেক বর্জিত হৃদয়ের আর্জি শুনি l
বলে- "প্রাণ পতত্রি আয় আছে পিঞ্জর"
দক্ষিণে দেখি দামাল দৈত্য সাজে দানী l


বামে বহু বাধা বাহুডোরে বাঁধে বাঁধ
বাসনা ঘৃনা কোলাহলে ঝরায় রক্ত
নিচে আবেশী পৃথিবীর অহি অবাধ l
দেখি দশদিক কত দংশনে পোক্ত,
তবু লোভাবেশ আনে পতনের মায়া
অকায় আত্মা মুক্ত শুধু মরে এ  কায়া l