আজ যদি; দর্প ভরে অপসর্প হয়
ক্ষতি নেই, ক্ষনিকের মুগ্ধ অব্যশায়!
সাকিন সাজবে নব ধারণার মন্ত্র
উর্বিতে অন্যত্র আছে বহু ভিন্ন সত্র l
যদি যন্ত্রণা জ্বালায়, জানব সে জ্যান্ত
এক আকাশের নিচে ক্ষোভ আনে অন্ত l
অকায় হলে অভিশাপ হবে বিষাক্ত
সেই সংকটে, শক্তি রাখা বেশ শক্ত !


প্রভঞ্জনে প্রদীপের প্রাণ হলে হত
নব শিখা অজ্ঞান, হাসে পুরানো ক্ষত l
বলে- "নবজাতক আমি যে একা সখা" !
শান্ত রজনী হাসে, নেই ঝঞ্জার রেখা l
মনের মুলুকে নেই; মন্দ, অমূলক  
ছলনার ছবি- এভাবেই হয় পুলক !!