ও চায়ের ভাঁড়, কতোটা মূল্য জীবনের
একটাই বসন্ত; কি হবে হাজার স্বপ্নের
হৃদয় পুড়িয়ে; খাঁটি সোনা হতে গিয়ে
হিসাবহীন যন্ত্রণা, হাসছো সঙ্গে নিয়ে ......


কিছু প্রীতির চুম্বন; যদিও নিঃস্বার্থ নয়
তবু কি এতেই পাবে, আসবে অনন্তের জয় !
সময়ের স্রোতে সেই স্বজন ভাই বন্ধুর দল
বিচ্ছেদ কি আনেনি; বিরহের অশ্রু জল-
কর্মের শেষে মেশো নোংরা আস্তাকুঁড়ে !
প্রেম কি তখনও হাসে দূরে কোনো দূরে ....


জানি না নির্বাক কেন, শুধু অপলক দৃষ্টি !
আমরাও তোমারই মত; কোনো স্রষ্টার সৃষ্টি  l
একটাই তফাৎ আমরা তোমার স্রষ্টা l
সত্যি শোনো; তোমার মত মেটাতে পারি না তেষ্টা l
তুমি নগণ্য;  তবু ধন্য, করো জীবন কে দান l
আমরা স্বার্থের স্বর্গ গড়ব, তবুও যাবে প্রাণ.....