জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী
আমারো হয়েছে তাই !
কি যে লিখি আর কেন লিখি
কবির উপাধি চাই !


সুস্থ কাজ কিছুই হয়নি
এ-জীবনে সত্যি করা l
তবুও কেনো যে স্বপ্ন দেখে
ধরা কে ভেবেছি সরা !


তুমি হেঁটে যাও রাস্তা দিয়ে
ভিড় জনতার বিন্দু l
পাগল মনে ভাবনা কত
জলকণা তেই সিন্ধু l


সবাই দেখছে ঐ চাঁদকে
আমিও দেখছি তাই l
জোছনা প্রেমী মনটা বোকা
মেঘ টাকে ভয় পাই l


পথ পেরিয়েই গেল চলে
পথের পথিক সাথী l
মন ভেবেছে কি নেই সাথে
ভাবনা হারায় গতি l


মস্ত প্রেমিক বিরাট কবি
কপালে থাকলে হয় l
কল্পনা কিছু করেছি জড়ো
হোক কল্পরাজ্যে জয় l