ভিক্ষা চেওনা ভালবাসার
প্রেম তো পূজার অর্ঘ্য l
প্রানের প্রতি প্রানের প্রীতি
সাধনার সাধা স্বর্গ l


নিরব ভাষায় অনন্ত আশায়
বেজে চলে জয়-গীত l
প্রেম তো প্রানের স্পর্শে ভরা
ময়াবী মধুর প্রীত l


সব পাওয়া যায় কিছু না পেয়ে
না বলে অনেক বলা l
মনের মাঝে মনের সাথে
না চলে অনেক চলা l


চাল-চুলোহীন পথিক শ্রীহীন
পথের বুকেই দূর্গ l
সেবকের সেবা সাজবে প্রভা
ভাগবান দেবে অর্ঘ্য l


নিজের সাথেই দ্বিজের খেলা
রত্ন গড়ায় ধুলোতে l
কুবেরের ধন প্রকৃত অধম
পারে না কষ্ট মেটাতে l


যদি দান কর এমনই মরো
দানবীর পাবে লজ্জা l
স্বার্থবাদীর স্বর্ণ মহল ছেড়ে  
নাও সত্যি শর-সজ্জা l


কপালের লেখা উজ্জ্বল হয়ে
পরাবে জয়ের টিকা l
হবে হাসিতে ধন্য জীবন পূর্ণ
বেদনার দোর ফাঁকা l


পৃথিবীর সব সুর জেগে উঠে
আলোরা রঙিন হয়  l
প্রাণে পেয়ে প্রাণ, প্রাণ হারালে    
থাকে না মরার ভয় l


আসুক বিপদ ঝড়-ঝাপটা
আসবে না আঁচ সুখে l
প্রেমের কানু হয়েছে ভানু
রাধা চাঁদ হাসে বুকে  l