ঝরে পড়া অশ্রু, বিলীন হয়ো না স্নিগ্ধ শিশিরে
অসবর্নে মিলন তো দুর্যোগ !
অকালে মৃত্যু ধস্ত করবে গোপনে ...
ওরা প্রেমের প্রনিধি পৃথিবীর l
তুমি দুঃখীর ঝরে যাওয়া অবজ্ঞার উপহার !
ঈর্ষা করবে বিশ্ব, তাই ........


দূরে যাওয়া তুচ্ছ ভেবে, সেই না হওয়া স্বপ্নরা
চেও না মাটির সম্ভোগ
হারাও বাতাসের অনন্ত ঠিকানায়
তুমি মিলে গেলে ইতিহাস পাল্টাবে জমির l
তাই .........


না হাসা বঞ্চনার হাসিরা, আজও মৌন্য থেকো l
অনেক চেয়েছি সময়ে, উচাটন প্রাণে  
এখন অসময়ে উল্লাসে এসো না জড়াতে
শোকসভায় আমিও শোকাহত !
চির আকাঙ্খিত ইচ্ছা জেগো না তন্দ্রা ভেঙ্গে
ভালবাসায় কলঙ্ক হবে সমাজে
তাই ......


যে জীবন্ত জীবন চেয়েছি এই জীবনে
সেতো আলেয়া! ভুলের মরিচিকা !
বাড়ানো হাতে ফিরে ফিরে শুধুই শূন্যতা !
লড়তে.. লড়তে.. বেলা শেষে
ছড়িয়েছি অন্তিম সীমানা ..
পরিজন বন্ধুরা মিলন মেলায়  
চিরবিদায় জানাবে ঘটা করে !
এখন ধরো না হাত
হৃদয়ের জনহীন প্রান্তরে সর্বত্র জঞ্জাল !
তুমি ডাকলে মোহ ভাঙ্গবে কপট কান্নার !
আবার কাঁদতে, হারাতে চাই না, তাই ........