পৃথিবীর বহু হেরে যাওয়া প্রাণ
ভুল ঠিকানার চিঠি l
কতো নীরব দৃষ্টি নিথর হয়েছে
এঁকেছে আল্পনা মাটি l


কতো দীর্ঘশ্বাসের বিষাক্ত হওয়ায়
ভরেছে বাতাস বুক l
শত শেষ হয়ে যাওয়া সুখের স্বপ্ন
ভেঙ্গে দিয়েগেছে বুক l


বহু গভীর বেদনা গরল হয়ে
হয়েছে আকাশ নীল l
চোখের জলের পাগল প্লাবন
ভরেছে সাগর ঝিল l


কতো পেটের জ্বালায় ঝরেই গেল  
জীবনের ফুল অকালে l
মৃত মানবতার মহান কাহিনী
জাগতো বিবেক তাকালে l


আছে সাতরাঙা এই দুনিয়া রঙ্গীন
রঙে রঙে ছয়লাপ l
প্রতি আলাপের হৃদয়ে লুকানো
বিবর্ণ ব্যথার প্রলাপ l


আজ অনুতাপে মন আনমনা হয়
চেতনা চেঁচায় মননে l
বলে- সব অভাবেই শত অনুভব
লিখছো কিসের কারণে ?