সকল গৃহের সাজানো দেহ
দেওয়াল দিয়েই গড়া l
দরজা দিয়ে মধ্যে গিয়ে
মন মহলেই চড়া l


জানালা গুলো নয়ন হলো
ঘুলঘুলিরা কান l
টালিও মাথা ব্যাঙের ছাতা
ছাদটা বাড়ায় মান l


এক তলাদের গণ্য জাতের
দু'তিন তলা ভালো l
খড়ের কুটির সকল মাটির
গৃহরা জাতেতে কালো l


ওই গগন-চুম্বী করে হম্বি-তম্বি  
সে অনেক নামী-দামী l
চার-পাঁচ তলা চড়ায় গলা
বলছে- কূলীন আমি l


খোলার চালা অনাথ পোলা
সন্মানে কুল ছাড়া l
খড়ের চাল বড়ই আকাল
যন্ত্রণা করে তাড়া l


বাংলো বাড়ি গুনের ধাড়ি
করে অল্পেই উপহাস l
বাঁশের চালা চির অন্ধ-কালা
এই বুঝি যায় স্বাস l


সব গৃহের বুকে গৃহী থাকে
কেউ দামী কমদামী l
সুখ-দুঃখ খেলা জীবন মেলা
সবার হৃদয়-হীরা দামী l


তবু গৃহ মন্দির মানুষের নীড়  
হোক না যেমন বাহার l
এই আশ্রয় তাই নেই সংশয়
বাঁধো এখানেই সংসার l