যখন তরুণী উড়িয়ে উর্নি
হৃদয় কাঁপিয়ে যায় l
হয় উচাটন এই প্রাণ-মন
স্বপ্ন স্বলাজে চায় l


রূপসীর রূপ পৌষের ধুপ
চকিতে চিকুর হানে l
চঞ্চল চোখে অপাঙ্গে ডাকে
চিত্তে চ্যাহত আনে l


কি মধু আছে কি জাদু আছে
না হাসা হাসির ভিড়ে !
উদাস বদন কিসের কারণ
এ-বুক বিরহে ছেঁড়ে l


এই জগতে জাগতিক স্রোতে
জীবন জড়িয়ে ভাসে l
কিছু কাল ক্ষণ কাতর এ মন
সময় শিহরে হাসে l


হয়ে মনপাখি কতো ডাকাডাকি
সামনে স্বপ্নে বেড়ায়  l
ভাবের ঘরে ভাবনা ভরে
অসুস্থ সুর তাড়ায় l


আমার অমিত্ব আপন স্বামিত্ব
প্রানের গভীরে গোপন l
যুগল ভাবনা জুড়েই চেতনা
মুগ্ধ মুকুল চয়ন l


প্রানের প্রেয়সী পরম তাপসী
মিলন অমলিন হলে l
হলেও অন্ত থাকবে অনন্ত
প্রেমের প্রদীপ জ্বলে l