সূর্য বুঝি এলোরে কাছে
এমন করে কি মানুষ বাঁচে !
প্রাণ জেরবার এই গরমে
বৃষ্টি বেহায়া ভেজায় ঘামে !
কাকে বলি এই উষ্ণ কষ্ট
তপ্ত কড়াই পৃথিবী স্পষ্ট l
প্রেয়সীর প্রাণে দারুন ব্যথা
অশান্তি ছাড়াই গরম মাথা l
বলেছি এখন সবাই গরম
সব শীতলতা ভুলেছে শরম l
পুকুর নদীর জলে দাও হাত
চাল ছাড়লেই হয়ে যাবে ভাত !
গাছপালা ঘাস জ্বলে-পুড়ে ছাই
পৃথিবী প্রকৃতি লাগছে কসাই  l
ছিল কালবৈশাখী এবার লাপাতা
চাঁদি ফাটছে কাঁদছে ছাতা !
আজকে আষাঢ দুরাশা স্বপ্ন
ধুঁকছে কুকুর বুড়োরা রুগ্ন l
রাজনীতি যদি আনতো গরম
সব নেতারাই খেতো খড়ম !
সূর্য ব্যাটা ওই অনেক দূরে
দু'ঘা দেবো কি করে ধরে !