দেয়া কথা গুলো হারালো কোথায় ?
ব্যাঙ হয়ে নাচে কাল-সাপের মাথায় !
দিন চলে যায়, বাতাসে মুচকি হাসি l
প্রেমের বরফ আনবে ব্যথার কাশি l
বাজার গরম রাজনীতি কেন ডাকে ?
বুক ভরে আছে , ভরবে ফুটো-পকেট টাকে !
ছুঁচো গেলা মন একদম চাই না l
ভাড়া করা ভাবে মনের গন্ধ পাই না l
বল, জীবন অঙ্ক কতোবার হলে ভুল !
কাঁটার পথে তবুও থাকবে ফুল ?
কাঁচা-পাকা দাড়ি সরিয়ে বয়েস ঢাকি !
জীবনের মাঝে, কোন জীবেনের অপেক্ষাতে থাকি ?
মরচে ধরা স্বপ্ন গুলোয় লাগাতে হবে তেল l
কুড়িয়ে পাওয়া বিবেক বেচে, ভানুমতির খেল !
কুয়াশারা আজ পর্দা হলো পর্দাহীনের
ঘরে !
বনবিড়াল লুকিয়ে গেল সাদা পতাকার ধারে l
সাজানো সমাজ ষোলো বছরের কন্যা l
মানুষ বলে ডাক , ভূতও করে বায়না !
আজগুবি জ্ঞান শেখায় ষড়যন্ত্র !
বলে- মন আবার কি, মানুষ সবাই যন্ত্র !