প্রতি পলকেই হরেক কাহিনী
লাভ ক্ষতিতেই খেলা l
শহর নগর গ্রাম পথ-ঘটে
আপন পরের মেলা l


আঁধারের বুকে আজন্ম চাহিদা
একটু টুকরো আলো l
আজকে গলায় ফাঁসের কাপড়
বেসেছিল কাল ভালো l


কত দেনা-পাওনা স্মৃতির বোঝা
ধুসর হিসাব আজ l
পুরানো পথের চেনা পথ ধার
আজকে অচেনা সাজ l


কত জানা মুখ হারালো কোথায়
সময় স্রোতের সাথে !
কত কি ডুবিয়ে জোয়ার ভাটায়
জীবনের হাত হাতে !


প্রানের বাজিতে পেলো কানাকড়ি
কেউ রাজ্য পেলো দানে l
কিভাবে লিখবে জীবন কিতাব  
অঙ্ক অধরা জ্ঞানে l