তুমি মনে পড়, সত্যিই চাই না
তুমি এলে আসে কান্না !
মমতায় চোখ আঁচলে মুছিয়ে
কে বলবে- না কেঁদো না !!


সময়ের কোন গোপন অতলে
হারিয়েছো হয়ে মায়া !
অবুঝ এ-চোখ ফিরে ফিরে চায়
কিছু নেই কালো ছায়া !!


তোমাকে ছাড়াই ছাড়িয়ে এসেছি
কত পুরাতন পথ !
স্মৃতি ফিরে চায় হৃদয় আকাশে
কোথায় তোমার রথ !!


উদার মনেতে এত উদাসিনী
বুঝিনিগো আমি আগে !
প্রতিটা সকালে এই পোড়া প্রাণে
তোমার স্নেহরা জাগে !!


তুমি মনে আসো কখনো চাই না
আসলেই আসে ব্যথা !
সোনার প্রতিমা বুকেতে জড়িয়ে
মনে মনে কই কথা !!


কতোটা ভাঙ্গলে ধরবে আমায়
তুলবে আবার কোলে !
খালি পেটে যদি ধুলোত গড়াই
আসবে কি সব ফেলে !!


বৃথাই ডাকছি আজকে তোমায়
আছ চিরকাল মনে !
এতো ভালবাসা প্রেম দয়া মায়া
ডুবিয়ে রেখেছো ঋণে !!


তুমি মনে পড়, বাইরে চাই না
তুমি গভীরের আলো !
যেখানেই থাকো শুধু মনে রেখো
আমিও বাসিগো ভালো !!


অনির্বান শান্তারা