উঠবো উঠবো করেও , সময় গড়িয়ে যাচ্ছে
বেঁচে থেকেও মরা , মরাও ব্যথা পাচ্ছে !
সবাই মিলেই সমাজ, তুমিও একটা খুঁটি
রাঘব-বোয়াল বেশি, বেচারা ছোট্ট পুঁটি !
প্রশ্ন পোড়ায় বিবেক , অভাগী শান্তি হওয়া
না জাগা কথারা ঘুমোয়, মিথ্যে স্বপ্নে ধাওয়া !
জীবন ভরা ভিড়, তবু একলাই পথ চলা
সত্যি হয়েছে বন্দী, মন রাখতেই বলা l
অনেক যুদ্ধ চলছে, বদলায় শত্রু মিত্র
পড়লে চক্রবূহের ফাঁদে, মহারথীকে পাঠিও পত্র l
নিয়মেতে নুন কম, তাই গ্রহণে গ্রহণ লেগেছে
বুকের জমিতে বাস, কাল অন্ধকারেই ভেগেছে l
চোর পালিয়েছে গোপনে, বুদ্ধি এবার এসো
যাবার সময় হলো, পারলে একটু হাসো l
কতটা কাঁদলে হালকা হবে, হিসাব জানো না
মন-হারা মন, ঘুরে-ফিরে মনেই হারাক না !
হয়তো হঠাৎ খুঁজে পাবে , একশ আট পদ্ম
সব মতিভ্রমের অন্ত হয়ে, হৃদয় হবে মুগ্ধ l