প্রশ্ন গুলো মাঝে মাঝে উত্তর পায় না
যাকে চাইতে এতো চিন্তা সে-ই চায় না l
চিন্তার সুধ মনের খাতায় বাড়ে
রাত্রি সোহাগহীনা স্বপ্নরা ঘুম কাড়ে l
আবোল তাবোল ভাবনা পাগল মন
পাষাণ শ্রবনহীনা, তাকেই বলছে শোন !
কেরোসিন শেষ, আঁধার মাঝে একলা বসে
বুকের মাঝে অনেক আলোয় সূর্য হাসে !
বিশ্ব ঘুমায়, রাতের চোখে মায়াবী কাজল
একলা জেগে স্বপ্ন গোনে স্বভাবী পাগল l
পরীর গল্প, সেই কোনকাল শুনেছিল
জীয়ন কঠির রূপকথাতে ভেজাল ছিল l
আকাশ ডাকে, তারার মেলা অনেক দূরে
মন বাড়িয়ে মন ছুঁতে চায়, অশ্রু পোড়ে !
এই কালরাত, এমন ভাবেই পেরিয়ে যাবে
চোখের আলো রাতের শেষে রোদকে ছোঁবে l
দিনের মাঝে, মনের দৈন্য আঁধার খোঁজে
যার যেটা নেই সে সেটাকে ঠিকই বোঝে !!