এই পৃথিবীর চেনা-অচেনার ভিড়ে
বিশ্বাসের বলগা বারবার যায় ছিঁড়ে l
এসো আজ বোঝা-পড়ার হিসাব নিয়ে  
যাবার আগে ঋণ থাকলে যাব দিয়ে l
রক্ত অশ্রু ঝরেই যদি, তবে ঝরুক না  
মনের মাঝের মন্দ গুলো মরুক না l
আলো আসলে, আসবে আঁধার হক কথা
খুঁজেই দেখো পেয়ে যাবে ঠিক ব্যথা l
শান্ত মন, সুখ-শান্তি পাবে জানি
চঞ্চল চালবাজ টানবে টানাবে ঘানি l
হয় পিঠে ভাগ, তাই হোক তাড়াতাড়ি
বাইরে বেড়ানো হলো, এবার ফেরা বাড়ি l