ধীরে ধীরে হাসি মুখটা গম্ভীর হলো
বিশ্বাসী বাতাস, হলো অচেনা, থমথমে জোলো l
দু'টুকরো মেঘ থেকে হচ্ছে অবুঝ বৃষ্টি
ভুলতে বসেছি একটু আগেও আকাশ ছিল মিষ্টি !
সত্যি বলছি, সেই খুশিটা খুঁজেই পেলাম না
কেন জড়িয়ে ধরে হারিয়ে গেলাম না !
স্মৃতি চলে যাওয়ার পর, কোথাও তুমি নেই
শুধু বিশ্ব ভরা শূন্যতা, চোখ রেখেছি যেখানেই l
হারালে সময়, পরের সময়ে সময় থাকে না
কেনযে কেউ যাবার আগে ভুলেও ডাকে না !
বোধের উদয় হবে, নির্বোধ হওয়ার পরে
তাই মতান্তরের মনান্তর, আজ মনের ঘরে l