আমার মনের আমিই রাজা এটাই স্বাভাবিক
হাজার স্বপ্ন সঙ্গে হাঁটে ওরা আমার পদাতিক l
সৈন্য সহ আমায় দেখে কমবে শত্রুর ইচ্ছা
ভাবনা গুলো হওয়া হলে, হবেই বড় কেচ্ছা l


কে শুনেছে মনের কথা, মস্ত বড় কান !
মনের মাঝে ঘুরে-ফিরে মনের কথা মান l
মরুতে বসে ডাকছি কতো কুলঙ্কষা শোন l
বাউল বাতাস ভেংচি কাটে, বড়ই ভুলো মন l


সুবিধাবাদী হিসাব কষে, নিজের পাতে ঝোল
দিনের শেষে বাজাবে জানি, নিজেই নিজের ঢোল l
না বলা কথা নিজেকে বলে, আমার মত বোকা
জন সমুদ্রে মেড়াপ বাঁধি, আসলে আমি একা l


কষ্ট গুলো কুড়িয়ে নিয়ে, স্নেহের পরশ চাই
ভাবনা বুকের ভালোবেসে, একলা হারিয়ে যাই l
আমার মাঝে একশ আমি, লক্ষ কর্ম করি
সত্যি আজ বড় অসহায়, মরমে শরমে মরি l