সময়ের অক্লান্ত গতি
ডেকে যায় ক্লান্ত স্মৃতি
কত তুমিরা আজ কালের গভীরে !
টুকরো কথার মেলা
অনেক অসম খেলা
কোনো কিছু নেই এখন স্থবিরে ll


যদি ভুলে আজ ভাবি
আমার করবো দাবি
দেখি কিছু নেই দু'হাতে ধরা l
যা ছিল ভাবেতে আমার
হয়তো অশ্রু তোমার
এখন জল হীন পৃথিবীতে খরা ll


তাই ভুলি ব্যথার স্মৃতি
অকারণে পাওয়া ক্ষতি
সব ছাড়িয়ে বর্তমানে চলা-চল l
জানি ভাবনা ভাসিয়ে বাঁধে
কষ্টে পড়ে কলিজা কাঁদে
তবু থাকবে ভালবাসতে ভুলে ছল ll