জীবনের শেষ চিঠিতে লিখব  
শেষ করে সব খেলা !
মিলনের মধু স্বাদহীন লাগে
মিলনের শেষ বেলা !!


অন্ধ আবেগের মন্দ মোহকে
পুষলে মনের মাঝে !
বহু জটিলতা কাঁদিয়ে মারবে  
মায়াবী ধাঁধার সাজে !!


চাওয়ার চাহিদা কমিয়ে নিলে
না হলেও মন শান্ত !
চলার পথেই হয় শুরু শেষ
হৃদয় হয়ো না ক্লান্ত !!


কিছু দিয়েছি বলে পেতেই হবে
ভেবেছি বেড়েছে কষ্ট !
হাসতে গেলেই হাসিরা পালায়
কপালের লেখা স্পষ্ট !!


যা কিছু নিজের থাকে চিরকাল
যা নয় হারাবে কালে !
কতো ভাবনারা আসে চলে যায়
সময়ের কথা বলে !!


সবাই ডাকবে আরও ভালোকে
পাওনা থাকলে পাবে !
না বুঝে অবুঝ করে চিত্কার
এভাবেই চলে যাবে !!


অনির্বান শান্তারা