কি ভাবে বোঝালে ভাই, বুঝবে তুমি
মানবতার ভালোবাসা অনেক দামি l
কি ভাবে বাড়ালে হাত, বুঝবে অবুঝ
শত্রু নয় বন্ধু আমি প্রাণেতে সবুজ l


কি ভাবে হাসলে হাসি, জানবে আপন
মেকি নয় ফাঁকি নয় প্রকৃত স্বজন l
কি ভাবে জড়ালে বুকে বুঝবে হৃদয়
হবে হিংসার পরাজয়ে প্রেমের উদয় l


কি ভাবে বললে কথা, বুঝবে সঠিক
চিরন্তন সত্য ছিল চিরকাল-ই ঠিক l
কি ভাবে পরালে মালা বুঝবে বাঁধন
ভেঙে গেছো অকাতরে নষ্ট কারণ l


কি ভাবে দেখলে তুমি, জানবে অমূল্য জীবন
শিখবে মনের অপমৃত্যু হলে, সেটাও মরণ l


অনির্বান শান্তারা