সাদা চুলে হাত বুলিয়ে শান্তির দূত যখন বললেন,
"-একটা মশাও মারিনি জীবনে !"
আমার ছট্টো অবুঝ হৃদয় তোলপাড়
হয় বিস্ময়ে ....
ম্যালেরিয়ার আতঙ্কে মশারি ছাড়াও ?
না কি অহিংসার মন্ত্রবলে কয়েল জ্বালিয়ে ..
আমিতো জোঁকের মুখে নুন দিই  
আর খাবারে পড়া পিঁপড়েকে পিষে ফেলি ভাবনাহীন ভাবে l
তবুও শান্তি চাই বলে, আসর ভরাতে পারিনা
পারি না বাক্যে বিস্ফোরণ ঘটাতে
কষ্টের আর্তনাদগুলো কান্না হয়ে
আসে, আমি মুখ লুকাই গোপনে l


ইচ্ছা করে অত্যাচারীর চামড়া ছিঁড়ে ফেলি চাবুকে-চাবুকে ...
রক্ত ঝরুক ঝর-ঝর করে
অসহায়ের চোখের জলের মতো !
অক্ষমতার উপহাসগুলো ঘাম হয়ে ঝরে -
মুছে ফেলি নিরীহ শান্তির রুমালে l


আমিও আজীবন শ্রোতা হয়ে, দর্শক
হয়ে, তৃণভোজী হয়ে বাঁচি ....
আমি ছাপোষা নাগরিক সমাজের
যুদ্ধে গেলে ঘর সামলাবে কে !


আমি এমনিতে নিরীহ জনগণ
কষ্ট গুলোকে কষ্ট করেই সহ্য করে থাকি
অত্যাচারিত হলে,
আমার মতোই বাকিরা-  শ্রোতা; দর্শক, শান্ত জনগণ !!